প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১৬:২৪
মহামারী করোনা ভাইরাসের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অসহায় প্রতিবন্ধীদের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে সোমবার (১৯ জুলাই) বিকেলে গোয়ালন্দ প্রপার হাই ষ্কুল মাঠ চত্বরে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রী বিতরণে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি উপস্থিত থেকে বিতরণ করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা,কাউন্সিলর নাসির উদ্দিন রনি সহ প্রমূখ।
এসময় ২০০ প্রতিবন্ধীর প্রত্যেককে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৫০০ গ্রাম চিনি, ২০০ গ্রাম দুধ, এক প্যাকেট সেমাই।এছাড়াও গত মঙ্গলবার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় হাঠাৎ নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া ৫টি পরিবারের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা প্রদান করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।