প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ৪:১
সারাদেশে করোনা মহামারিতে ঈদুল আযহা উপলক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট পরিচালনায় সরকারি নির্দেশনা থাকলেও, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কুমিল্লার দেবীদ্বার সদরসহ উপজেলার ২০টি অস্থায়ী গরুরহাট ।
শনিবার (১৭ জুলাই) দেবীদ্বার সদরের সাপ্তাহিক হাটবারে গরুর বাজারে গিয়ে দেখা যায়, গরুর হাটে প্রচুর মানুষের সমাগম, যাদের বেশির ভাগ মানুষের মুখেই মাস্ক নেই।অনেকেরই মাস্ক রয়েছে থুতনি ও নাকের নিচে।
ইজারাদারের পক্ষ থেকে করোনা প্রতিরোধে মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হলেও নেই কোন সুরক্ষা ব্যবস্থা।
সম্প্রতি দেবীদ্বারে আশংকাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। প্রতিদিনই শোনা যাচ্ছে ৩০/৩৫জন করোনাপজেটিভ সনাক্ত হচ্ছে।
মৃত্যুর মিছিলেও কম নয়, করোনায় আক্রান্ত ও করোনা উপস্বর্গ নিয়ে মৃত্যুর পথযাত্রী হচ্ছেন ১-৩জন। এমন সময় স্বাস্থ্যবিধি না মেনে গরুর হাটে শত শত মানুষের সমাগম জনস্বাস্থ্যকে হুমকীর মুখে ঠেলে দিচ্ছে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কলামিস্ট এবি এম আতিকুর রহমান বাশার বলেন, উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মেনে গরুর বাজার চলতে থাকলে দেবীদ্বারে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে যাবে।
দেবীদ্বার উপজেলা নির্বাহি অফিসার রাকিব হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট পরিচালনা নিশ্চিত করতে, প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় কমিটি গঠন করা হয়েছে। কিছু বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, যদি কোথাও কোন হাটের বিরুদ্ধে অভিযোগ থাকে আমরা সেখানে পুলিশ প্রশাসনের মাধ্যমে কঠোর অবস্থান গ্রহণ করব। জনগনকে সচেতন করতে আমাদের মনিটরিং টিম মাঠে কাজ করছে।