প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ২:২৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড লঞ্চঘাট এলাকায় সাত্তার শেখের পাড়া গ্রামে ভয়াবহ পদ্মা নদী ভাঙন কবলিত অসহায় ৫০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে দৌলতদিয়া মডেল হাই ষ্কুল মাঠ চত্বরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা করা হয়।
অর্থ বিতরণককালে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খান, মো. গোলজার হোসেন মৃধা, মামুনুর রশিদ,
সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্নসাধারন সম্পাদক মোহাম্মদ আলী, আমজাদ হোসেন ফকির, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম সালু, এছাড়াও সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, দৌলতদিয়া ইউনিয়ন আ'লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী বলেন,যার হারিয়েছে সেই বুঝে, যাদের বাড়ী নদীগর্ভে গিয়েছে তারাই বুঝে কত কষ্ট কত যন্ত্রনা। ১৩ জুলাই যখন দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় ভাঙন শুরু হয় আমি তার কিছুক্ষন পরেই জেলা আ'লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে ফোন করি, তারপর সে বলে কতগুলো বাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তখন আমি বলি ৫০ টি পরিবার ভাঙনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি বলেন, "আমরা উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ গতকাল তার সাথে দেখা করতে গেলে তিনি প্রত্যেক পরিবার কে নগত ৫ হাজার করে টাকা সহায়তা করেন। আমি বলি আপনার যা সুন্দর মন সুন্দর চোখ দিয়ে যদি একবার দৌলতদিয়া ভাঙন কবলিত এলাকা দেখতে যান তাহলে আপনিই ভাঙন ঠেকাতে কঠোর ব্যাবস্থা গ্রহণ করবেন। আমি দৌলতদিয়া ইউনিয়নের পক্ষ থেকে প্রাণপ্রিয় নেতা কাজী ইরাদত আলীর জন্য দোয়া করি যেন তিনি আরো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন"।
উল্লেখ্য, হঠাৎ পদ্মার ভয়াবহ ভাঙনে গত মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০দিকে ১০ মিনিটের ব্যবধানে পদ্মার বুকে বিলীন হয় ১০টি ঘরবাড়ি ও ১৫০ মিটার এলাকা।