প্রকাশ: ১১ জুলাই ২০২১, ২:৮
নওগাঁ শহরের চকমুক্তার এলাকা থেকে রবিন হোসেন (৩০) নামে এক এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ জুলাই) দুপুরে তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার
করা হয়। নিহত রবিন হোসেন সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি নওগাঁর মহাদেবপুরেরআল আরাফা ইসলামী ব্যাংক শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।স্থানীয় বাসিন্দা নূর মুহাম্মদ লাল জানান, ববিন হোসেন আমাদের এই মহল্লার ছোট ভাই। নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করা আমরা মেনে নিতে পারছিনা। প্রস্তুত ছিলাম নাএমন একটি অমায়িক এবং ভদ্র ছেলের এই বয়সে মৃত্যু সংবাদপাবো। কি এমন কারন ছিল। যে তাকে এই পথ বেছে নিতেহলো। রবিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আশা করছি খুব দ্রুত আত্মহত্যার মূল কারন উৎঘাটিত হবে।
রোববার দুপুরের দিকে নিজ ঘরেই রবিনকেঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন। পরে পুলিশকে খরব দিলেপুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেথানায় নিয়ে আসেন।তিনি আরো জানান, মরদেহটি উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তেরজন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এবিষয়ে এখন পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলাকরা হয়নি হয়নি।