https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার সমর্থকদের মারামারিতে হাসপাতালে ব্রাজিল সমর্থকের চাচা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ৫:১৮

শেয়ার করুনঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার সমর্থকদের মারামারিতে হাসপাতালে ব্রাজিল সমর্থকের চাচা
চলমান কোপা আমেরিকা টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় নওয়াব মিয়া (৬০) নামের এক ব্রাজিল সমর্থকের চাচাকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকেরা।

আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দামচাইল বাজার এলাকায় আর্জেন্টিনা আর  ব্রাজিল সমর্থকদের মধ্যে মারামারি হয়এতে হয় আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।

আহত নওয়াব মিয়ার ছোট ভাই ইয়াকুব মিয়া জানান, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়ার খেলা নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে মো. জীবন মিয়াসহ আরও চার-পাঁচজন মিলে মারধর করে পালিয়ে যান। সন্ধ্যার দিকে আহত নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, নওয়াব মিয়ার মাথায় আঘাত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন সব স্বাভাবিক আছে । 

এ সম্পর্কিত আরও পড়ুন

বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বৃদ্ধ গ্রেফতার

বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক মর্মস্পর্শী ধর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দা সালাম খন্দকার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) রাতে অভিযুক্তকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নে।   জানা গেছে, শনিবার বিকালে ৯ বছর বয়সী এক শিশু নিজ বাড়ির সামনে খেলছিল। তার পরিবারের সদস্যরা পাশের বাড়িতে গেলে সালাম খন্দকার শিশুটিকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে আজ (৬ এপ্রিল) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের ছুটির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর, ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৯ মার্চ থেকে হিলি

মাদারীপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচার

মাদারীপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচার

মাদারীপুরের ডাসার উপজেলায়, সরকারি খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সৈয়দ শাহআলম। তিনি অভিযোগ করেছেন, কিছু সাংবাদিক তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে, ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম বাজারে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সৈয়দ শাহআলম জানান, তিনি

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা