প্রকাশ: ৩ জুলাই ২০২১, ২০:৯
সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে করোনায় ভয়াবহতায় বিপর্যস্ত জনজীবন। আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জন ।এছাড়াও গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন।সিভিল সার্জন: ডা: সেলিনা বেগম জানান,সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৫৯ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ১৭ জনের করোনা পজেটিভ এসেছে।এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১’শ জনে।এদিকে ঝিনাইদহে লকডাউনের ৩ দিন চলছে কঠোর ভাবে।লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনা,পুলিশ ও স্থানীয় প্রশাসন।সকাল থেকেই শহরের পোস্ট অফিস মোড়,মুজিব চত্বর,হামদহসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। শহরের আগতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।এছাড়াও শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।দোকান-পাট,ব্যবসায় প্রতিষ্ঠান যেন খোলা না হয় এ জন্য অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।