

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ বিক্রি হয়েছে।বুধবার (৩০ জুন) ভোররাতে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে।পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে কেসমত মোল্লার আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১২৫০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ২'শ ২৫০ টাকায় ক্রয় করেন।
এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ভীড় করেন। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এই পাঙাশ মাছটি আমি ১২৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে ১৩০০'শ টাকা কেজি দরে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে মোট ২৭ হাজার ৩০০'শ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান,

এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাস সহ নানান মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”।


সর্বশেষ সংবাদ
