প্রকাশ: ৩০ জুন ২০২১, ১৮:৪১
নিজ নির্বাচনি এলাকা ( নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) চার উপজেলায় করোনায় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। মঙ্গলবার (২৯ জুন) বিকালে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন।
এ সময় নির্বাচনি এলাকার সর্বসাধারণের উদ্দেশে এমপি শিবলী সাদিক বলেন, বর্তমান সময়ে প্রতিটি গ্রামে গঞ্জে জ্বর, সর্দি ও করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে আমার নির্বাচনি এলাকার চারটি উপজেলাতেই প্রায় ৬০ থেকে ৭০ ভাগ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ করছি, আপনারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দয়া করে করোনা টেস্ট করান।
ইতিমধ্যে আমি স্হানীয় উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, সব করোনা রোগীর নাম ও ফোন নম্বর আমার কাছে পাঠানোর জন্য। আমার নির্বাচনি এলাকার চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে ফেসবুক লাইভ এর মাধ্যমেও জানাচ্ছি, আপনারা দয়া করে প্রত্যেক দিন যারা যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের নাম ও মোবাইল নাম্বার আমার হোয়াট্সঅ্যাপে সেন্ড করবেন।
আমি তাদের খোঁজখবর রাখতে চাই এবং তাদের সাথে সম্পর্ক স্হাপন করতে চাই। আমি আপনাদের সন্তান হিসেবে ও জনগণের সেবক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, আপনাদের চিকিৎসা কোথায় কীভাবে হবে তার দায়িত্ব আমি নিলাম। শুধু আপনারা আমাকে জানান, আপনাদের কার পক্ষে করোনার চিকিৎসা করার সক্ষমতা নেই। আপনারা যারা অসুবিধায় আছেন, কষ্টে আছেন, তারা দয়া করে এই তথ্যটা দেন।
’ তিনি সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানিয়ে বলেন, করোনা পরীক্ষা করতে আসেন, যদি না আসেন তাহলে আমরা আরও বেশি সংক্রমিত হবো। আমরা কিন্তু আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি। যেটা আমরা করোনার শুরুর দিকে আশঙ্কা করেছিলাম। বর্তমান সময়ের দূর্যোগ সাহসিকতার সঙ্গে, ধৈর্য ধরে আমাদের মোকাবিলা করতে হবে।’ তিনি আরও বলেন, সংসদ চলার কারণে আমি ঢাকায় ছিলাম, নিজ নির্বাচনি এলাকায় এসেছি ইনশাআল্লাহ!
এখন প্রত্যেকটা এলাকায় আরও ব্যাপকভাবে আমার বিচরণ থাকবে। সবাইকে নিজের নিরাপত্তাটুকু নিজেকে বজায় রাখতে হবে। সংক্রমিত হলে কার অ্যান্টিবডি কতটুকু আছে তা আমরা জানি না। কে আমরা করোনা থেকে মুক্ত হবো এটাও জানি না। অন্তত আমাদের বৃদ্ধ বাবা-মার কথা মনে রেখে, তাদের সুস্থতার কথা মনে রেখে নিরাপদে থাকুন।