প্রকাশ: ২৭ জুন ২০২১, ২৩:৯
সাভারের আশুলিয়ায় কার্ভাড ভ্যানের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে সড়কের পাশে থাকা গর্তে পড়ে উল্টে গেছে বাস। এ ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে ৬ যাত্রী।
রোববার (২৭ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে সে বাসের হেলপার বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, সকালে ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কে প্রান্তিক গেট এলাকায় একটি কার্ভাড ভ্যানের সাথে পাল্লা দিয়ে কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গেলে এসময় সড়কের পাশে সওজের গর্তে বাসের চাকা পড়ে গিয়ে বাসটি যাত্রীসহ উল্টে যায়। এতে বাসের দরজায় দাড়িয়ে থাকা হেলপার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রহিম বলেন, এঘটনায় বাস ও কার্ভাড ভ্যান জব্দ করা হয়েছে। দু'টি পরিবহনের চালকই পালিয়ে গেছে। তবে নিহতের পরিচয় জানতে মাসের মালিককে খবর দেওয়া হয়েছে। তারপর নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।