প্রকাশ: ২৫ জুন ২০২১, ১৬:২০
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের চোরাই মটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। সোনারছড়ি পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মুফিজুদ্দিনের নেতৃত্বে এক দুঃসাহসিক অভিযানে একটি মোটর সাইকেল (ডিস্কভার১৩৫সিসি,নীল রংয়ের) উদ্ধার করেছে। চুরিতে জড়িত দুইজন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত ২৪ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই মোটর সাইকেল টি উদ্ধার ও চোর চক্রের সক্রিয় দুই সদস্য কক্সবাজার জেলার রামু থানার মিঠাছড়ি ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে সোনা মিয়া ও কক্সবাজার পৌরসভা এলাকার কুতুবদিয়া পাড়ার নাজিম উদ্দিনের ছেলে জয়নাল কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক আদালতে প্রেরণ করা হচ্ছে বলে(২৫ জুন) নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।