প্রকাশ: ২৪ জুন ২০২১, ০:৪৩
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ৬ টি মসজিদ সংস্কার ও মেরামতের জন্য ধর্ম মন্ত্রনালয়ের প্রাপ্ত ২০ হাজার টাকা মসজিদের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদের হাতে তুলে দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে এই অর্থ প্রদান করা হয়।
স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর সহযোগীতায় ধর্ম মন্ত্রনালয়ের বরাদ্বকৃত ২০ হাজার টাকা মসজিদের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এ সময় উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনসহ সকল মসজিদের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।