প্রকাশ: ২০ জুন ২০২১, ০:১৯
ভূমিও গৃহহীন মানুষের মুখে হাসি ফোটাতে পাশে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উল্লেখ করেছেন এমপি ও সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশের মানুষের অন্ন ও বস্ত্রের সমস্যা সমাধান অনেক আগেই করেছেন, এখন গৃহহীনদের মাথা গোঁজার জন্যও ঠাঁই করে দিচ্ছেন।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুন সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ আধাপাকা নতুন ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এদিন সরাইল উপজেলায় ৩১ পরিবারকে তাদের বরাদ্দের জমি ও ঘরের দলিলপত্র বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।রোববার (২০ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ঘর ও জমির দলিল, খতিয়ান, ডিসিআর ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ) এমপি বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষকে সেবা দিয়ে যাবে। এজন্য গৃহহীনদের জন্য আশ্রয়েরও নিরাপদ ব্যবস্থা করা হচ্ছে। গরীব এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ও প্রাকৃতিক দুর্যোগসহ সকল প্রকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সহায়তা করে যাচ্ছে সরকার।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সরাইল- সার্কেল এর এএসপি মো.আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, সরাইল থানা অফিসার ইনর্চাজ মো. আসলাম হোসেন,ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মহিলা- ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড: নাজমুল হোসেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন। ইউনিয়ন পরিষদ চেযারম্যান শেহ মো. হাবিবুর রহমান প্রমূখ।
শিউলি আজাদ বলেন, প্রধানমন্ত্রী মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেবার ঘোষণা দিয়েছিলেন, আজ তিনি তাঁর রাষ্ট্রযন্ত্র ও দলকে কাজে লাগিয়ে হাজার হাজার ঘর নির্মাণ করে দিয়েছেন। একদিনে ৫৩ হাজারের মতো ঘর উদ্বোধন করেছেন।
এমপি বলেন, সারাদেশে আজ রোববার যারা ঘর পেয়েছে, তারা কখনও ভাবেনি জমির মালিকানাসহ দুই কক্ষের একটি ঘর তারা উপহার দিয়েছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। এমপি শিউলি আজাদ এসময় বাড়িদাতা হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামটি স্মরণ রাখার জন্য উপকারভোগী দেরকে অনুরোধ জানান।
এদিন সরাইল উপজেলার ৩১-টি পরিবারকে ২ শতাংশ করে জমি ও দুই কক্ষ বিশিষ্ট ঘর গৃহহীনদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপকারভোগী খেলন সরকার ও নুরে আলম তাদের অনুভূতি ব্যক্ত করে স্থায়ী ঠিকানা করে দেবার জন্য এমপির মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
#ইনিউজ৭১/জিয়া/২০২১