প্রকাশ: ১৯ জুন ২০২১, ১:১৮
পটুয়াখালীর মহিপুরে মাদকাসক্ত ছেলেকে রশি দিয়ে হাত-পা বেঁধে ১১ ঘন্টা কাদাপানিতে রেখে শাস্তি দিলেন ক্ষুব্ধ বাবা।
শনিবার মহিপুরের স্লুইজগেট এলাকার ইউনুচ মিয়ার ছেলে শাওন (১৮) কে এমন শাস্তি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এনিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন মাদকের সাথে জড়িয়ে এলাকায় অসামাজিক কাজ করে আসছিল। শাওনের অপকর্মে এলাকার লোকজন তার পিতা ইউনুচ মিয়াকে বিভিন্ন ধরনের কটুক্তি করায় ক্ষুব্ধ ছিল বাবা ইউনুচ। এলাকার লোকজন এসে বাধঁন মুক্ত করে দেয়।
শাওনের বাবা ইউনুস বলেন, তাঁর মাদকাসক্ত ছেলের আচরনে অতিষ্ঠ হয়ে তিনি এমন শাস্তি দিয়েছেন।