প্রকাশ: ১৭ জুন ২০২১, ২৩:৪২
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুড়িখালি গ্রামে এক শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। বুধবার (৯ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্বশুর তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূর মা আফরোজা খানম বাদী হয়ে নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, তোরাব আলীর ছেলের সঙ্গে
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিনের নেতৃত্বে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় গোপন সংবাদের
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জায়গা পরিদর্শন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের আয়োজন করে যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)। সহযোগিতায় ছিল মুসলিম চ্যারিটি ইউকে এবং গোয়ালন্দ উপজেলা প্রশাসন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়ে জসিম (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জসিম তেরকান্দা গ্রামের চান্দের গ্রুপের মুসলিম মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গ্রামে সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খালের দক্ষিণ
অবশেষে গ্রেপ্তার হলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্রিম আপা’ নামে পরিচিত শারমিন শিলা। ভিউ এবং অনলাইনে অর্থ আয়ের উদ্দেশ্যে নিজের সন্তানদের উপর নিষ্ঠুর আচরণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌণে ৮টা ৩০ মিনিটে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সাভারের