প্রকাশ: ১০ জুন ২০২১, ১০:২১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ৪৯ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।১০ জুন ভোর ৫ টা ৪৫ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ভাল্লুকখাইয়া এলাকায় থানার অফিসার ইনচার্জ (ওসি)পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টীম সদস্য উপ-পরিদর্শক অরুন কুমার চাকমা,
উপ-পরিদর্শক মোহামদ গোলাম মোস্তফা, উপ-পরিদর্শক মফিজুল ইসলাম,সহকারী উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক মোঃ মোজাম্মেল হক সহ সঙ্গীয় টীম সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক কারবারিরা হল নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ভাল্লুকখাইয়া গ্রামের নুরুল আলমের ছেলে আমির হোসেন ওরফে সোনা মিয়া(২৫), দোছড়ি ইউপির লেমুছড়ির হাজীর মাঠ এলাকার মৃত নুরুল হকের ছেলে করিমুল মোস্তফা ওরফে আতুইয়া(২২)। তাদের হেফাজতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ হাজার পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
এক প্রতিক্রিয়ায় ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেছেন,নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন এলাকায় যতবড় শক্তিশালী মাদক গডফাদার, সন্ত্রাসী থাকুক না কেন,অপরাধের দায় থেকে কেউ রেহাই পাবেনা।টীম নাইক্ষ্যংছড়ি সর্বদা সজাগ রয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।