প্রকাশ: ৬ জুন ২০২১, ১১:২৬
চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা বিবিআইবিপি-করভির অনুমোদনের পর দেশটির আরেকটি কোম্পানি সিনোভ্যাকের টিকা করোনাভ্যাকের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।রোববারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তর।
বিস্তারিত আসছে...
আন্দোলন-প্রতিরোধের মাস জুলাইয়ে শহীদ হতে না পারার আফসোস প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লিখেছেন, গতবছরের জুলাইতেও তাদের হত্যার নির্দেশ এসেছিল, তবে জনগণের প্রতিক্রিয়া ছিল প্রত্যাশিত। তিনি বলেন, ৩৬
নতুন অর্থবছরের শুরুতেই আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক ও কর পরিশোধের জন্য ‘এ-চালান’ নামে একটি অটোমেটেড অনলাইন পদ্ধতি চালু করেছে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সিস্টেমের মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টরা ঘরে বসেই ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন যে কোনো সময় অনলাইনে শুল্ক-কর জমা দিতে পারবেন। ফলে দীর্ঘদিনের জটিলতা ও সময়ক্ষেপণের অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ যথাযথভাবে উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয় এবং তা সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো
গুমের ঘটনায় কোনো সেনা সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাসদরের কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি জানান, সেনাবাহিনী এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই দায় এড়ানো হবে না। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ হিসেবে কর্নেল শফিকুল ইসলাম
সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়াকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ সংশোধনের মাধ্যমে সরকারি চাকরির প্রশাসনিক কাঠামো ও নীতিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের পথ খুলছে। বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধিত অধ্যাদেশটির প্রস্তাব উপস্থাপন করে।