প্রকাশ: ২৯ মে ২০২১, ১৬:৪৩
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ ২৪ টি ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে নিজামপুর কোষ্ট গার্ড।
শনিবার সকাল দশটায় উপজেলার চাকামাইয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়। পরে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় চিংড়ি রেনু কোনদিন বহন না করার শর্তে পিকআপ চালক সোহেলের কাছ থেকে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়।
রেনু অবমুক্তকালে উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং।
নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়েছে। চিংড়ি রেনু বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১