প্রকাশ: ২৯ মে ২০২১, ১৬:৩৬
পটুয়াখালীর কলাপাড়ায় স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে পানিবন্দী দশায় থাকা ভুক্তভোগী পরিাবরের সদস্যরা।
শনবিার দুপুর একটায় উপজেলার উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমাড়া পূর্বসোনাতলা গ্রামের মধ্যগ্রাম বেড়িবাঁধের উপর
ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার কয়েক শত নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে তাদের গ্রাম প্লাবিত হয়। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রান নয় স্থায়ী বাঁধ নির্মানের দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহনকারীরা এক যোগে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১