
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি-মাদক কারবারি গোলাগুলি

প্রকাশ: ২৮ মে ২০২১, ১৭:৪৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি সীমান্ত এলাকায় বিজিবি ও ইয়াবা কারবারীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি পাগলীপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাটি সোনাইছড়ি ও চাকঢালার মধ্যবর্তীর দূর্গম এলাকা হওয়াতে মাদক কারবারীরা ঐ এলাকা দিয়ে মায়ানমার থেকে সীমান্তের চোরাই পথে মরননেশা ইয়াবার একটি বড় চালান নিয়ে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির অধীনন্থ নিকুছড়ি বিজিবির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযানিক পরিচালনা করেন।বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে উক্ত টহলদলের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে কতিপয় মাদক কারবারীরা।

এসময় সরকারী মাল ও জীবন রক্ষার্থে বিজিবির জোয়ানরা মাদক কারবারীদের লক্ষ করে পাল্টা গুলি ছুঁড়লে মাদক কারবারীরা দ্রুত গতিতে মায়ানমার সীমান্তে প্রবেশ করে । কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে একটি ফেলে যাওয়া বস্তা তল্লাশী করলে বস্তায় থাকা ৮০হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার মুল্য আনুমানিক ২কোটি ৪০লক্ষ টাকা।
নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অধিনায়ক লে:কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাগুলিতে মাদক কারবারীরা গুলিবিদ্ধ হয়েছে কিনা জানা যায়নি। বিজিবির অভিযানিক দলের কোন সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি বিজিবি প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়।

সর্বশেষ সংবাদ
