প্রকাশ: ২৪ মে ২০২১, ১১:৩৬
আশুলিয়ায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত (২৩) এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার পুকুরপাড় এলাকার শামসুন্নাহারের বাড়ির নিচতলার একটি কক্ষ তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের কোন ধরনের পরিচয় শনাক্ত করতে পারে নি পুলিশ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বাড়ির মালিক জানান, গত ১৯ মে বাসা ভাড়া নেয় নিহত এই যুবক। পরে সে দিন থেকেই বাসায় থাকতে শুরু করে। পর দিন বন্ধু পরিচয়ে আরও ৪ যুবক বাড়িতে আসে। তারাও তার সাথেই রুমে ছিল। গতকাল ২২ মে ভোরে তারা দরজায় তালা দিয়ে কাউকে কিছু না বলেই চলে যায়। আজ রাতে গন্ধ ছড়ালে জানালা দিয়ে ওই রুমের ভিতর মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানান, নিহতের হাত-পা বাঁধা ছিল। গলাতেও রশি পেঁচানো ছিল। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।