প্রকাশ: ২৩ মে ২০২১, ১৫:৪৩
বরিশালের হিজলা শাখা পূবালী ব্যাংক লিমিটেডের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। হিজলা শাখা পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মোঃ মাসুম হোসেন এর সভাপতিত্বে ২৩ মে রবিবার বেলা সোয়া ১১ টায়, নতুন ভবনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের উপ-ব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মহসীন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সহকারী মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের মুহাম্মদ তরিকুল ইসলাম, বরিশাল শাখা সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আরিফ রব্বানী। করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে আলোচনা, দোয়া-মোনাজাত শেষে ফিতা কেটে নতুন ভবনের কার্যক্রম শুরু হয়েছে।