বৃহস্পতিবার (১৩ মে) দুপুর ২টা ৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে পাটুরিয়া ঘাটের দ্বায়িত্বরত সার্জেন্ট গোলজার।
তিনি বলেন, মাঝপদ্মায় বাতাসের তীব্রতা কমে আসায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কিছু সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পণ্য বোঝাই ট্রাক পারাপার বন্ধ ছিলো। এখন ট্রাকগুলো ফেরিতে উঠছে।