প্রকাশ: ১৩ মে ২০২১, ১০:৪১
পটুয়াখালীতে সৌদি আরবের সাথে মিল রেখে আজ ২১ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদুল ফিতর।
বৃহস্পতিবার সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে শিশু-কিশোরসহ এসব গ্রামের মানুষের মাঝে। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্ধসঢ়;সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার সদর উপজেলার ৪ গ্রামে, কলাপাড়ার ৭ গ্রামে, রাঙ্গাবালি ২ গ্রামে, গলাচিপা ৩ গ্রামে , দুমকি উপজেলায় ২ গ্রাম ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপি অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে।
তবে এ বছর শুধুমাত্র সদর উপজেলার বদরপুর দরবার শরীফের চান টুপির একাংশের অনুসারীরা গতকাল ঈদুল ফিতর উদযাপন করেছেন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১