ঈদে নতুন পাঞ্জাবি হবে না, তা কি হয়? কিন্তু দেশের আনাচে কানাছে এতিম অসহায় অনেকেই রয়েছে যারা নতুন পাঞ্জাবির কথা চিন্তাও করতে পারে না। এরকম কিছু এতিম অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়েছে বোয়ালিয়া ফাউন্ডেশন।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের এই ফাউন্ডেশন আজ(বুধবার) সকাল ১০ টায় ব্রীজ বাজারে এতিম অসহায় শিশুদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করেছে।
জানা যায়, এলাকার কয়েকজন শিক্ষিত যুবকের উদ্যোগে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বোয়ালিয়া ফাউন্ডেশন। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও সাংস্কৃতিক উন্নয়ন, দুঃস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, গণসচেতনতা সৃষ্টি ও সরকারের বহুমুখী কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদানই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
ফাউন্ডেশনের সভাপতি বলেন, " আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের কাজ করে যাচ্ছি। দেশে এবং দেশের বাহিরের অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও এই সহযোগিতা চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা আরো বেশি বেশি সামাজিক কাজ করার প্রত্যাশা করি। আপনাদের সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি"।
উল্লেখ্য, রমজান মাসে এই ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় ইফতারের আয়োজন এবং এতিম শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়েছিল।