প্রকাশ: ৮ মে ২০২১, ২৩:০
ব্রীজের সাইডওয়াকে সাজানো শতাধিক ইফতার বক্স্র। ব্রীজের উপর দিয়ে যাতাযাতকাইর পথচারি,ভ্যানচালক,রিক্সাচালদের একঝাক শিক্ষার্থী বলছেন এই যে আপনি কি রোজা আছেন তাহলে অনূগ্রহপূর্বক ইফতার গ্রহণ করুন। এভাবেই শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ১৫জন শিক্ষার্থী।
নওগাঁর ধামইরহাটে হাত খরচের টাকা বাঁচিয়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে একদল শিক্ষার্থী।
শনিবার (০৮ মে) নওগাঁর ধামইরহাট উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ সালের ব্যাচের ১৫জন শিক্ষার্থীরা মিলে সন্ধ্যা ৬টায় উপেজলার সদর এলাকার আমাইতাড়া ব্রীজের উপরে এসব ইফতার বিতরন করেন। এসময় প্রায় শতাধিক ১০০শতাধিক পথচারি রোজাদার ইফতারী গ্রহণ করেন।
এদিন সন্ধ্যা ৬টায় ছাত্ররা বাসায় রান্না করা বিরিয়ানি, ছোলা, খেজুর, আপেল,কমলা,পেয়াজিসহ কয়েক রকমের ইফতার সামগ্রী প্যাকেট করে স্থানীয় আমাইতাড়া ব্রীজের পাশে সাইডওয়াকে ইফতার বক্স গুলো সাজিয়ে রেখে রাস্তায় চলাচলকারি ভ্যানচালক,রিক্সা চালকসহ পথচারিদের ইফতার সামগ্রীগুলো গ্রহণ করার আহব্বান জানানো হয়। এসময় প্রায় শতাধিক পথচারিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় মুরাদুজ্জামান মুরাদ, নাজমুস সাকিব, জাহিদ ইকবাল, রুহুল আমিন, তোয়ান হোসেন পল্লব, রিফাত আরমান, আবদুল্লাহ আল নোমান, আশিক-ই-ইলাহী, তুষার হোসেন, আরিফুল ইসলাম, মেসবাউল্লাহসহ আরও বেশ কয়েকজন শিক্ষাক্ষর্থী উপস্থিত ছিলেন।
সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুরাদুজ্জামান মুরাদ জানান , আমরা বর্তমানে দেশের বিভিন্ন কলেজে পড়াশোনা করছি। করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্টান বন্ধ আছে। তাই সবাই গ্রামের বাড়িতে অবস্থান করছি। ১৫জন বন্ধ মিলে চিন্তা করলাম যেহেতু মাহে রমজান চলছে রাস্তায় চলাচলকারিদের মাঝে ইফতার বিতরণ করলে কেমন হয়। তার পর সবাই রাজি হয়ে গেল।
এর পর সবাই নিজেদের হাত খরচের টাকা যে যার সাধ্যমত দিয়ে ইফতার সামগ্রী কিনে বাসায় রান্না করে। পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি। এমন একটি উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে সত্যিই আমরা খুবই আনন্দিত।
মুরাদ আরও বলেন, আমাদের এমন উদ্যোগে পবিবারের মা-বাবারাও অনেক খুশি হয়েছে। যারা আমাদের ইফতার গুলো গ্রহণ করেছে তারাও আমাদের মাথায় হাত রেখে শুভ কামনা জানিয়েছেন। এতে করে আমরা অনেক উৎসাহিতবোধ করেছি। রোজার আর মাত্র কয়েকদিন আছে।
চেষ্টা করবো যদি সম্ভব হয় আবারও এমন উদ্যোগ গ্রহন করার। রোজা ছাড়াও আগামী দিনগুলোতে ভালো কিছু কাজ করার চেষ্টা করবো যাতে চারপাশের মানুষের উপকার হয়।
#ইনিউজ৭১/জিয়া/২০২১