শুক্রবার তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শামছুল হক চৌধুরী স্মৃতি পরিষদ স্বাস্থ্য বিধি মেনে কোরআনখানি, স্মৃতিচারণ ও স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে।
শামছুল হক চৌধুরী ১৯৭৩ ও ৭৯ সালে তৎকালীন রংপুর-১২ ও রংপুর-১৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি ১৯৭৫ সালে কুড়িগ্রামের গভর্নর এবং ১৯৮৫ ও ১৯৮৯ সালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৮ সালের ৭ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামছুল হক চৌধুরীর ১৯৩৬ সালের ৩০জুন ভূরুঙ্গামারী উপজেলায় জন্ম গ্রহণ করেন।
শামছুল হক চৌধুরী স্মৃতি পরিষদের আহবায়ক ও সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মৃতিচারণ ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জাফর আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাজাহান সিরাজ। প্রধান আলোচক ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল সরকার ।
অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক ছানালাল বকশি, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।