প্রকাশ: ৬ মে ২০২১, ১৭:৪২
রাজবাড়ীর দৌলতদিয়ায় পণ্যের মূল্য তালিকা ও পণ্যের উৎপাদন এবং মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকায় ২ মুুদি দোকানদারকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার দৌলতদিয়া বাজারে অভিযান চালিয়ে পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ দোকানগুলোতে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত ।
অর্থদন্ড পাওয়া ব্যবসায়ীরা হলেন, সাদ্দাম মোল্লা ও সাদ্দাম খাঁন। এদের একজন কে ৫ হাজার টাকা ও অপরজন কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে দৌলতদিয়া ঘাটে স্বাস্থ্যবিধি না মানায় ও মুখে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ২৫০০শ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, পণ্যের মেয়াদোর্ত্তীনের তারিখ না থাকায় দুই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। এবং কয়েকজন কে মুখে মাস্ক না থাকায় ও স্বাস্থ্যবিধি না মানায় তাদের কেও জরিমামনা করা হয়।
#ইনিউজ৭১/জিয়া/২০২১