প্রকাশ: ৬ মে ২০২১, ১৪:১৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
শরীয়তপুর পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভায় মেয়র এ্যাড. পারভেজ রহমান জন এ উপহার বিতরণ করেন করেন।
মেয়র এ্যাড.পারভেজ রহমান জন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে প্রধানমন্ত্রীর উপহার শরীয়তপুর পৌরসভার দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে পৌরসভার ৪ শত জনকে এ সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়ন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সুবিধাভোগীদের মাঝে এ টাকা বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সচিব এনামুল হক, শরীয়তপুর পৌরসভার সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা মাহামুদা, পৌরসভার স্বাস্থ সহকারী মো:আলিম, অফিস সহকারী মো: সালাম প্রমুখ।