প্রকাশ: ৬ মে ২০২১, ১২:৫৫
ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় মিজান রহমান মিনু(২৪) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫মে) রাত ৮ঃ১০ মিনিটে সদর উপজেলার ভুল্লি বোর্ডঅফিস সংলগ্ন "তুষার" তেলের পাম্পের সামনে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত, যুবক ঠাকুরগাঁও সদর উপজলার বোর্ড অফিস মাদারগঞ্জ গ্রামের এলাকার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে,পঞ্চগড় থেকে পাথর বোঝাই করা ১০ চাকার একটি ট্রাক দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় মটর সাইকেল আরোহি মিজানকে ধাক্কা দিলে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় ট্রাক।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও হাইওয়ে পুলিশের এস,আই মোঃ হাফিজ মুঠোফোনে জানান লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।