প্রকাশ: ৩ মে ২০২১, ১৭:৩৩
টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদ্য করোনা যুদ্ধে জয়ী টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। আজ উপজেলা পরিষদের সামনে থেকে ২৬ জন গ্রাম পুলিশের বাইসাইকেল ও ২'শ ৮৩ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা নির্বাহী অফিসার মোছা.ইশরাত জাহান, এসি ল্যান্ড আব্দুল্লাহ আল রনিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমপি ছোট মনির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করনাকালীন সময়ে আমরা সবসময় অসহায়দের মাঝে ছিলাম। বিভিন্নভাবে তাদের সহযোগীতা করেছি। ভূঞাপুর ও গোপালপুরের কোন মানুষের খাদ্য সমস্যা থাকবেনা। নানা দুর্যোগে আওয়ামীলীগ অতীতেও মানুষের পাশে ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।