প্রকাশ: ২ মে ২০২১, ২০:৫৩
কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ড্রেজার ও অবৈধ পার্কিংয়ের কারনে ১টি ড্রেজার মালিক ও ৬ টি সিএনজি চালককে সর্বমোট ৫১হাজার ৬শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২রা মে) দুপুর ১টা ৩০ মিনিটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে ফসলি জমি নষ্ট করে মোঃ হারুনুর রশিদ অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করার কারণে ভ্রাম্যমান আদালতে ৫০হাজার টাকা ও দেবীদ্বার নিউমার্কেটে ৬টি সিএনজি কে অবৈধ পার্কিং এর কারণে ১হাজার ৬ শত টাকা সহ সর্বমোট ৫১হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার এএসআই রুহুল আমিন ও ভূমি অফিসের অফিস সহায়ক রতন কুমার দেবনাথ প্রমুখ।
সরকারি নির্দেশনা অমান্য করে ফসলি জমিতে ড্রেজার ব্যবহার করে বালি উত্তোলনের কারণে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ এর ১ লঙ্ঘনের দায়ে ড্রেজার মালিক কে ৫০হাজার টাকা ও ৬টি সিএনজিকে অবৈধ পার্কিং এর কারণে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ এর ১ ধারায় ১হাজার ৬শত টাকা সহ সর্বমোট ৫১হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে।