কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে জাল টাকা ও ইয়াবা সহ ২ জন আটক হয়েছে।
২২ হাজার টাকা মূল্যের জাল নোটসহ আব্দুর রহিম (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১লা মে (শনিবার)ভোরে হলদিয়া পালংয়ের মরিচ্যা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আব্দুর রহিম রামু উপজেলার ধেচুয়াপালং এলাকার মৃত সোলতান আহমেদের ছেলে।
অপরদিকে একইদিন উখিয়া থানা পুলিশ হলদিয়ার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
অপর দিকে শনিবার (১ মে) ভোর অনুমানিক ৩ টা ১৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা কালে মরিচ্যা এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ উখিয়ার পাইন্যাশিয়ার হাবিব উল্লাহর ছেলে নুরুল আমিন কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্ধয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ।