করোনা সংক্রমনের উর্ধ্বগতিতে লকডাউন কার্যকর সফল করতে নেছারাবাদ উপজেলায় অসচ্ছল দৈনন্দিন খেটে খাওয়া মানুষের মধ্য প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার পেল ৪০ পরিবার।
রোববার বিকেলে নেছারাবাদ উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর প্রদত্ত ৪০ প্যাকেট উপহার সামগ্রী(ত্রাণ) চল্লিশটি পরিবার প্রধানের হাতে তুলে দেন। উপজেলার ভিবিন্ন এলাকায় ঘুরে ঘুরে নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) মো: বশির গাজী অসহায়দের হাতে ওই ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন।
এসময় তার সাথে ছিলেন নেছারাবাদ পিআইও মানষ কুমার ঘোষ, স্বরূপকাঠি ইউপি চেয়ারম্যান আলআমীন পারভেজ, স্বরূপকাঠি ১নং ওয়ার্ড কাউন্সিলর মিঠুন আচার্য্য অনুয।
উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, ১ লিটার সয়াবিন তেল, মুড়ি,চিড়া,লবন ইত্যাদি।
এসময়, সহকারি কমিশনার ভূমি বলেন, করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী গরীব,দুস্থদের মধ্য বিতরণ অব্যাহত থাকবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১