প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৬:৩৭
পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের আমবাগান এলাকার কৃষক আজিজের ১০ বিঘা জমির পাকা বোরো ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা।
রোববার সকালে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেটের নেতৃত্বে ২০-২৫ জন যুবলীগ নেতাকর্মীরা এ ধান কাটায় অংশগ্রহন করে। পরে ক্ষেত থেকে কৃষকের বাড়িতে পৌছে দেয় কর্তণকৃত ধান।
কুয়াকাটাসহ উপকুলের বিস্তীর্ন মাঠ জুড়েই এখন পাকা বোরো ধানের ক্ষেত। শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া কৃষকের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা।
কৃষক আব্দুল আজিজ বলেন, করোনা সংকটে ক্ষেতের ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় অনেকটাই দূচিন্তায় ছিলেন। পরে মহিপুর থানা যুবলীগের উদ্যেগে ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। ওই কৃষক আরোও বলেন, চলতি বছর বোরো চাষে আবহাওয়া অনুকূলে ছিলনা। গোটা মৌসুমে এক ফোটা বৃষ্টির দেখা মেলেনি। বাধ্য হয়ে শুষ্ক মৌসুমে ব্যবহার যোগ্য পানি উৎস পুকুর,জলাধার সেচ করে ধান চাষাবাদ করতে হয়েছে।
ধান কাটায় অংশ নেয়া মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, কৃষকরা এ জাতীয় সমস্যায় পড়লে যুবলীগ কৃষকদের সহযোগীতায় মাঠে নামবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১