প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১৭:২৬
জামালপুরে লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে শরিফ ইসলাম (২৬) নামে একমোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত বড়ভিটা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শরিফ সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নুরল ইসলামের ছেলে। সে একটি কীটনাশক ফ্যাক্টরীতে মার্কেটিং এ চাকুরী করতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , শরিফ ইসলাম মোটর সাইকেল যোগে জামালপুর শহরে আসছিল। পথে মহাসড়কের বড়ভিটায়০১ পৌঁছালে টাঙ্গাইল গামী একটি লেগুনা সাথে তার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে শরিফ ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
জামালপুর থানার নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, নিহত শরীফ ইসলামের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১