প্রকাশ: ৮ এপ্রিল ২০২১, ১৮:৫৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
অচেতন অবস্থায় জামাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন শুনে মরদেহ ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে শ্বশুড়বাড়ীর লোকজনের বিরুদ্ধে।
বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মৃত জামাই ইবনে মুকুল (৪৫) ওই উপজেলার কলেজপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর ছেলে।
পরিবার লোকজন জানায়, বৃহস্পতিবার মুকুলের স্ত্রী ও ছেলে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে বাড়ীতে দাফনের প্রস্তুতি গ্রহণকালে বাধা দেন মৃতের চাচা আব্দুল লতিফ।
আব্দুল লতিফের অভিযোগ, আমার ভাতিজাকে মারপিট করে মেরে ফেলা হয়েছে। ময়না তদন্ত এবং ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করতে দেননি তিনি।এ ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে রাণীশংকৈল থানায় চারজনকে আসামী করে একটি এজাহার দায়ের করলে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য মগে পাঠায়।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, পুরো বিয়ষটি পুলিশ তদন্ত করছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলেই বুঝা যাবে ঘটনার প্রকৃত রহস্য। চারজনকে আসামী করে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
গেল মঙ্গলবার রাণীশংকৈর পৌর শহরের ভাটাপুড়া গ্রামে শ্বশুড়বাড়ী বেড়াতে যান ইবনে মুকুল। বুধবার সেখান থেকে তার শরীরের অবনতি হলে হাসপাতালে নেয় শ্বশুবাড়ীর লোকজন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।