প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১৬:৪৮
ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশনের (ইপিএসএফ) এর চেয়ারম্যান আজ বেলা ১১.২০ মিমিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশনের (ইপিএসএফ) সন্মানিত চেয়ারম্যান,সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ,
মাওলানা মোঃ আব্দুল আলিম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনুমানিক বেলা ১১.২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস,উচ্চরক্তচাপ সহ বেশকিছু রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
তার ৪ কন্যা ও জামাতা ও ২ ছেলে রয়েছে। তার জামাতা ইহসান প্রশিক্ষণ সেবা ফাউন্ডেশনের (ইপিএসএফ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহিব আহমেদ শাহীন তার শশুরের মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন।