প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১২:৫৩
বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। দেশের অন্যান্য স্থানের মতো লকডাউনের প্রথম দিন বরিশালেও ঢিলেঢালাভাব লক্ষ্য করা গেছে। কেবলমাত্র অভ্যন্তরীন ও দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও অন্যান্য গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক। একই অবস্থা দেখা গেছে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিনেও। মোটকথা বরিশালের কোথাও লকডাউনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে না।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে কিছু স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান আর পুলিশের সচেতনতামূলক প্রচারণা চালাতে দেখা যায়। লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় বরিশালে ৪৪ ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই লোকজনের সমাগম। রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে গণপরিবহন। নিত্যপণ্যের দোকান ছাড়াও সব ধরনের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। তবে লকডাউনের প্রথম দিন সন্ধ্যার পর অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। কিন্তু অলিগলির দোকানপাট চায়ের দোকান আগের মতোই গভীর রাত পর্যন্ত খোলা ছিল।
এদিকে সাধারণ মানুষ আগের মতোই ঘোরাফেরা করছে। কারো মুখে মাস্ক নেই, কেউবা আবার থুতনিতে ঝুলিয়ে রেখেছে মাস্ক। নগরীর বাজারগুলোতে লোকজনের ভীর পূর্বের মতো। বাজার লাগোয়া সড়কে কোন কোন স্থানে যানজট লক্ষ্য করা গেছে।
লকডাউনের প্রথমদিন সোমবার (০৫ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা, মোঃ আতাউর রাব্বী ও মোঃ মারুফ দস্তগীরের নেতৃত্বে পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর লঞ্চ ঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নতুন বাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, কাশিপুর বাজার,
চৌমাথা বাজার, বটতলা বাজার, জিলা স্কুল মোড়, মেডিকেল মোড়, আমতলার মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সরকারের স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য জনসাধারণেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কথা বলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, পরিচালিত অভিযানে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে বরিশাল র্যাব-৮ ও মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।
অপরদিকে গতকালের ন্যায় আজও মেট্রোপলিটন পুলিশের থেকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে সচেতন করতে প্রচারণা চলছে। তবে আজ বিএমপি’র চারটি থানায় পৃথক পৃথকভাবে এ প্রচারণা চালান।
সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মোঃ মাসুদ রানা বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচারণা কার্যক্রম চলছে। বিকেল ৪টার পর শুধুমাত্র ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনে কঠোর হবেন তারা।