প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১২:১১
সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা বিক্রির দায়ে দুইজন আড়তদারকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের তরা মৎস্য আড়তে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের রঞ্জিত হালদার এবং সদর উপজেলার তরা গ্রামের সুশান্ত রাজবংশী।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন ইনিউজ৭১ কে বলেন, সরকারি নির্দেশ অমান্য করে জাটকা ইলিশ বিক্রি করার দায়ে দুইজন আড়তদারকে সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জাটকা ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।