প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৯:১৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
লকডাউনে সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মেনেই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ দিবস পালন করেছে কৃষক-কৃষাণি ও শিশুদের নিয়ে গাদাগাদি করে।
সোমবার দুপুর আড়াইটার সময় উপজেলার চাড়োল ইউনিয়নের সাহবাজপুর গ্রামে কৃষক ঘুমেন্দ্র নাথ সিংহ এর বাড়ীর উঠানে মাঠ দিবসের আয়োজন করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান ছাড়াই গাদাগাদি করে শিশুদের নিয়ে বসেছেন স্থানীয় কৃষক ও কৃষানীরা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সকলকে দ্রæত বাড়ীতে চলে যাওয়ার কথা বলেন ওই অনুষ্ঠানের আয়োজক উপ-সহকারী কৃষি কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসি।
সরকার গণবিজ্ঞপ্তি জারী করে লকডাউন চলাকালীন সময়ে সভা, সেমিনার ও জনসমাগম নিষিদ্ধ করলেও খোদ সরকারি চাকরিজীবিরা এ নিয়ম ভাঙছেন। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সমাবেশে উপস্থিত কৃষকরা জানান, “হামালাক কৃষি অফিসার ম্যাডাম ডাকিচে, এইতানে হামরা আসিচি। করোনা, লকডাউন এইলাকি কৃষক মানুষলা এত বুঝি হামরা”।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসি জানান, পূর্ব থেকেই এ অনুষ্ঠানের শিডিউল ছিল। এর প্রেক্ষিতে উপজেলা অফিসের নির্দেশনা অনুযায়ী কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, কৃষকদের ভালোর জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশে খেলাধুলা চলতেছে, বই মেলা চলতেছে। সেখানে মাঠ দিবস পালনে কোন অসুবিধা দেখছি না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম জানান, করোনা সংক্রামণ রোধে সকল জনসমাগম এড়িয়ে চলতে হবে। সভা, সমাবেশ অথবা জনসমাগম হলে করোনার ঝুঁকি বাড়ার আংশকা রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট ২য় পর্যায়ে (আইএফএমসি-২) প্রকল্পের আওতায় স্থাপিত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবসের উপজেলায় কার্যক্রম চলমান ছিল। এরই অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করে কৃষি অফিস।