প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৮:৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি পুকুর খননের সময় ১৩শ শতকের পুরনো প্রত্নতাত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খননকৃত পুকুর থেকে চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
পুকুর মালিক আব্দুল আজিজ বলেন, আমি ১০/১২দিন থেকে অনাবাদি একটি জমিতে পুকুর খনন করছি ভেকু মেশিন দিয়ে। গতকাল রবিবার রাতেও পুকুর খননের কাজ চলছিল। এসময় রাত ১০টার দিকে ভেকু মেশিনের ব্রাকেট এর সাথে চতুর্মুখী শিবলিঙ্গ”র ধাক্কা লাগে এর পর আমরা কয়েকজন মিলে গিয়ে দেখি চতুর্মুখী শিবলিঙ্গর উপরের অংশ বেরিয়ে আছে। তবে আমরা প্রথম দেখাতে বুঝতে পারিনি এটা মহামূল্যবান শিবলিঙ্গ। এর পর রাত ১১টার দিকে র্যাবকে কেউ খবর দিলে র্যাব কর্মকর্তারা এসে নিয়ে যায়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত কয়েকদিন থেকে আব্দুল আজিজ তার ব্যক্তিগত পুরনো পুকুর খনন করছিলেন। খননের সময় বেল পাথরের তৈরি চতুর্মুখী শিবলিঙ্গটি পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টার দিকে শিবলিঙ্গ উদ্ধার করে নিয়ে আসা হয়। চতুর্মুখী শিবলিঙ্গ দৈর্ঘ্য-৪২ ইি ও ব্যাস-১৬ ইি এবং ওজন প্রায় ৬০০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় কোটি ১৫ কোটি টাকা।
তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত পাহাড়পুর জাদুঘরে আজ ( সোমবার ) হস্তান্তর করা হয়েছে।
পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মুহাম্মদ ফজলুল করিম জানান, র্যাব চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করার পর আজ ( সোমবার ) আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আনুষ্টানিকভাবে তা গ্রহণ করে জাদুঘরে রেখেছি। শিবলিঙ্গটি মহামূল্যবান বেল পাথরের তৈরি, এটি ১৩শ শতকের পূর্বেরও হতে পারে।