প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১৩:১৭
স্বাধীনতা দিবসে ‘মানুষ হত্যা’ ও ‘পুলিশি হামলার’ অভিযোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। তবে পুলিশী বাধার কারণে মিছিল বের করতে পারেননি তারা।
সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় সাবেক এমপি এ্যাড. শিরিন আক্তার জাহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে
রাস্তায় বের হতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
এদিকে বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিএনপি দলীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার সংঘর্ষে হতাহত হওয়ার ঘটনায় বিএনপি ২৯ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে এবং ৩০ মার্চ জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি দেয়।
সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বরিশালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।