প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১৯:২৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁয় জবাই করে হত্যার ঘটনায় রেজাউল ইসলাম ওরফে লালু (৪১) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড; অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
একই মামলার ঘটনায় তার স্ত্রী লাকি বেগমের তিন মাসের সশ্রম কারাদন্ড সহ ৫ হাজার টাকা অর্থদন্ড; অনাদায়ে আরো ৫দিনের কারাদন্ডে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত-২য় এর বিজ্ঞ বিচারক গাজী দেলোয়ার হোসেন দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করেন।
মামলা পরিচালনা করেন- রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারী কৌঁশলী সামছুর রহমান এবং ও আসামিদের পক্ষে অ্যাডভোকেট আলহাজ্ব এমএইচএম জাহাঙ্গীর আলম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫/৩/২০১৪ সালে নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামে আফাজ উদ্দিন সরদারের সেচ পাম্পে কাজ করতেন একই গ্রামের জাহাঙ্গীর প্রামাণিক (৩০) নামে এ ব্যক্তি।
সেচ পাম্পের নিরাপত্তার জন্য রাতে সেখানেই তিনি শুয়ে থাকতেন। প্রতিদিনের মতো ওইদিনও তিনি রাতের খাবার খেয়ে ৮টার দিকে সেচ পাম্পে যান। পরদিন সকালে স্থানীয়রা নিহতের স্ত্রী সাথীকে জানায় তার স্বামী অসুস্থ অবস্থায় সেচপাম্পের পাশে পরে আছে।
পরিবারের সদস্যরাসহ ঘটনাস্থলে গিয়ে দেখেন তার স্বামী ধানক্ষেতের মধ্যে জবাই করা অবস্থায় পরে আছে। জমিজমা নিয়ে দীর্ঘ দিন থেকে জাহাঙ্গীর প্রামাণিক এর সঙ্গে রেজাউল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে মর্মে নিহতের স্ত্রী সাথী বাদী হয়ে আত্রাই থানায় ৬/৩/২০১৪ সালে রেজাউল ইসলাম ওরফে লালু ও তার স্ত্রী লাকি বেগমকে আসামী করে মামলা করেন।
মামলায় দীর্ঘ শুনানী শেষে রেজাউল ইসলাম ওরফে লালুর বিরুদ্ধে দন্ড বিধি ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সহ ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়া রেজাউল ইসলাম ওরফে লালুর স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে দন্ড বিধি ১৮৬০ এর ২০১ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের সশ্রম কারাদন্ড সহ ৫ হাজার টাকা অর্থদন্ড; অনাদায়ে আরো ৫দিনের কারাদন্ড প্রদান করা হয়।