প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১৬:৩
দিনাজপুরের হিলিতে ট্রাকে ৩টি চোরায় গরুসহ ৯ জন গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৯টায় হিলি, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ের কাশিয়াডাঙ্গা নদীর ঘাট থেকে চোরায় গরু,ট্রাক সহ ৯ জনকে আটক করে।
স্হানীয় ইউ,পি সদস্য মোস্তাফিজুর রহমান জনান, আজ সকাল আনুমানিক সকাল নয়টার সময় চোরায় গরুসহ একটি ট্রাক বেপরোয়া গতিতে আলিহাট গ্রামে ঢুকে পড়ে। পরে স্হানীয়রা তাদের সন্দেহ করলে, তারা ট্রাকটি নিয়ে কাশিয়াডাঙ্গা নদীর কাছে গিয়ে ড্রাইভারসহ ৯ জন ফাঁকা মাঠ দিয়ে পালানোর চেষ্টা করে এবং একজন ঘটনাস্থলে আটক হয়। পরবর্তীতে মোবাইলে ফোনে সংবাদ দিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে বাকীদের আটক করে পুলিশের হাতে সোর্পদ করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার চকপাড়া জামালপুর গ্রামের মুনসুর আলীর ছেলে আব্দুল মনিম, নীলফামারী সদর উপজেলার বেলাডাঙ্গা গ্রামের রবি চন্দ্রের ছেলে লিটন চন্দ্র ও একই উপজেলার বাগানবাড়ি গ্রামের মৃত জহিমুদ্দীনের ছেলে হযরত আলী, দিনাজপুর জেলার,
বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের তোশারফ হোসেনের ছেলে মুসফিকুর রহমান, বীরগঞ্জ উপজেলার ভোগডোবা গ্রামের মৃত হরেণ দাসের ছেলে তাপস দাস, কোতয়ালী উপজেলার বোদাবাড়ী গ্রামের মৃত সুন্দর দাসের ছেলে কৃষ্ণ দাস ও যলীবাড়ি গ্রামের মঞ্জুর ছেলে আরিফ হোসেন,
বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্দপুর গ্রামের বিজয় দাসের ছেলে সুজল দাস এবং খানসামা উপজেলার নবেশ দাসের ছেলে সাধু চন্দ্র দাস। আটককৃত ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ট- ১১-৭২৪৫। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘোড়াঘাট হয়ে একটি গরু বোঝায় ট্রাক হিলির দিকে বেপরোয়া গতিতে আসতে থাকে।
এসময় মেহেষপুর ঘাট এলাকার লোকজন সন্দেহ ভাবে ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। ট্রাকটি সংকেত অমান্য করে পালিয়ে যায়। কাশিয়াডাঙ্গা নদীর ঘাটে ট্রাকটি এলে স্থানীয়রা আটকে ফেলে এবং থানা পুলিশকে বিষয়টি জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ট্রাক, ৩ টি গরু সহ ৯ জনকে উদ্ধার করে থানায় আনা হয়।তিনি আরও জানান, ৯ জন গরু চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।