প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১৫:৫৮
বরিশালের হিজলা মৎস্য অভয়াশ্রম মেঘনা নদীতে সোমবার ২২ মার্চ রাতে খালিশপুর এলাকায় ঢাকাগামী তাসরিফ-২ ও ফারহান-৬ লঞ্চে হিজলা কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালায় হিজলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আব্দুল হালিম। অভিযানে ৩২ মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে হিজলা কোস্টগার্ড স্টেশনে রাখা হয়। এসময় ৪ জনকে আটক করা হয়েছে।
পরের দিন মঙ্গলবার ২৩ মার্চ সকালে জব্দকৃত মাছ বিলি করা হলেও, উপজেলা নির্বাহী অফিসার এর অনুমতি না নিয়ে ভোলার মোশাররফ হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে বিনা নিলামে মাছ ফেরত দেয়ার অভিযোগ উঠেছে হিজলা কোস্টগার্ড ও মৎস্য অফিসার মোঃ আব্দুল হালিম এর বিরুদ্ধে। মাছ ব্যবসায়ী মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানায়, সে কাগজ পত্র দেখিয়ে তার মাছ মৎস্য অফিসারের কাছ থেকে নিলাম ছাড়া বুঝে নিয়েছে।
তবে এই মাছ যে তার, সেটার প্রমাণ কি? এমন প্রশ্নের উত্তরে সে জানায় এটা মৎস্য অফিসার জানেন। জব্দ হওয়া মাছ মালিকে ফেরত দেয়ার ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানান, এ ব্যাপারে মৎস্য অফিসার এবং কোস্টগার্ডের পক্ষ থেকে তাকে কিছুই জানানো হয়নি। তবে ঘটনাটি তিনি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।