প্রকাশ: ২২ মার্চ ২০২১, ২১:৩৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নাটোরের গুরুদাসপুরে সেলিনা বেগম (৪৫) নামে এক নারীকে দিন-দুপুরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কাহারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
সোমবার (২২মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলা পৌর সদরের উত্তরনারীবাড়ী মহল্লায় ওই ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম ওই মহল্লার নজরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুরুদাসপুর থানা পুলিশ।
নিহত সেলিনা বেগমের মেয়ে ববি আক্তার জানান, ‘তার মাকে বিকেল ৪ টার দিকে বাসায় রেখে দর্জি বাড়িতে জান কাপড় তৈরির জন্য। ঘন্টা খানেক পরে ফিরে এসে দেখে তার মা ঘরের খাটের উপরে গলা কাটা অবস্থায় পরে আছে।’
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছানো হয়েছে। গুরুত্বসহকারে তদন্ত চলছে। তারপরও সিআইডি টিম রাজশাহীকে অবহিত করা হয়েছে।’