প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১৮:১৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যয় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জনসচেতনতামূলক কর্মসূচী করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহেরচর বন্দর চৌরাস্তায় রাঙ্গাবালী থানা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
করোনা ভাইরাস পরিস্থিতির এক বছর পার হয়ে ফের সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। এ অবস্থায় জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করবে পুলিশ। তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচীতে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসানের উপস্থিতে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুরুজ্জামান শিবলী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ¦ল, ইউপি সদস্য মশিউর রহমান শিমুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারা বিশ্বে করোনায় দি¦তীয় ধাপ অতিক্রম করছে। এর ভয়াবহতা আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। তাই অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।