প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১৭:৪৫
বরিশালে ২৪ ঘন্টার ব্যবধানে আবাসিক হোটেল থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। রবিবার (২১ মার্চ) দুপুরে নগরীর সদর রোডস্থ এরিনা আবাসিক হোটেলের ৬০৮ নম্বর কক্ষ থেকে মিরন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
এর একদিন আগে অর্থাৎ শনিবার (২০ মার্চ) নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার শরিফ আবাসিক হোটেল থেকে আল আমিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেলে এয়ারপোর্ট থানা পুলিশ।
একদিনের ব্যবধানে আবাসিক হোটেল থেকে দুটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, হোটেল এরিনা থেকে উদ্ধারকৃত মরদেহটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মিরন হাওলাদারের বলে নিশ্চিত হওয়া গেছে। গত শনিবার রাতে তিনি হোটেলের ৬০৮ নম্বর শিততাপ নিয়ন্ত্রিত কক্ষটি ভাড়া নেন।
হোটেল কর্মীরা জানান, রবিবার সকাল ১০টা পর্যন্ত ওই যুবক রুমে দরজা না খোলায় ডাকা-ডাকি করেও সাড়া শব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বেলা ১২টার দিকে তার মুঠোফোনে কল দিলে রিং হলেও ধরছিল না। তাৎক্ষণিক বিষয়টি কোতয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামসহ পুলিশের একটি টিম গিয়ে কক্ষের দরজাটি ভেঙে দেখতে পান যুবকের মরদেহ বিছানার ওপর পড়ে আছে এবং আশেপাশে নেশাজাতীয় বেশকিছু ওষুধের খোসা পড়ে রয়েছে। পুলিশের ধারণা, যুবক মাত্রারিক্ত ঘুমের ও নেশাজাতীয় ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।
ওসি নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, মৃত মিরন চন্দ্র হালদার প্যারামেডিক্যাল চিকিৎসক। তিনি বাকেরগঞ্জের একটি বে-সরকারী ক্লিনিকে চাকুরি করতেন।
এদিকে একদিনের ব্যবধানে নগরীর দুটি আবাসিক হোটেল থেকে দুই যুবকের লাশ উদ্ধার হওয়ায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি পর্যটকদের মাঝে আতংক বিরাজ করছে বলে জানিয়েছেন একাধিক হোটেল মালিক। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, পরপর দুটি লাশ উদ্ধার হওয়ায় অনেক পর্যটক হোটেলে এলেও তারা রুম ভাড়া না নিয়ে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে চান।