প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ২০:৪০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মুজিববর্ষে ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে শরীয়তপুর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭মার্চ ব আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে দিন ব্যাপি বিনামূল্যে এই চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক( সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বি এম ইউসুফ আলী ছেলে ডাঃ মাহমুদুল হাসান ঈমনের সার্বিক তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। আর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার মানুষেরা।
ডাঃ মাহমুদুল হাসান ঈমন বলেন, আজকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে আমার বাবার প্রতিষ্ঠিত আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচী চালু করা হয়েছে । আমরা জানি গ্রামের মানুষ চিকিৎসা কম পায়ে থাকে। তাদের বেশিরভাগ সময় ভালো চিকিৎসা পায় না, সে জন্য তাদের লম্বা সময় কষ্ট করতে হয়। আমার বাবা বি এম ইউসুফ আলী আমাকে বলে বাবা তুমি ডাক্তার হয়েছ তুমি মানুষের সেবা করবা। গ্রামের মানুষ অনেক অসহায় থাকে, তাই আমরা ১১ জন ডাক্তার মিলে মানুষের নানাবিধ চিকিৎসা করে যাচ্ছি।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আটং বি এম ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।আমি শরীয়তপুর সদর এর একজন ছেলে হিসেবে এই চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেছে। বি এম ইউছুফ আলী আমাদের শরীয়তপুরের একজন গর্ব।
তিনি আমাদের শরীয়তপুরের অনেক ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন। তার জন্য আমরা দোয়া করি, এবং তিনি মাঝে মাঝে এমন অনেক প্রোগ্রাম হাতে নেন,আমরাও মানুষের সেবা করে আমাদের খুব ভালো লাগে। আমরা এখানে মানুষের কথা শুনে তাদের চিকিৎসা ও ঔষধ প্রদান করছি। এখানে অনেক রোগীর ভিড় রয়েছে সব রোগী দেখে আমরা যাবো ইনশাল্লাহ।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি: সহকারী ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী বলেন, মুজিববর্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০১ তম শুভ জন্মদিন উপলক্ষে আটং বি এম ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কর্তৃপক্ষ ভাবলাম আমাদের এই দিনটাকে কিভাবে উদযাপন করতে পারি। এইদিন বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছে তার ফলে এ দেশে আমরা স্বাধীনতা লাভ করেছি।
তাই ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এইটা সবাই যেনো স্বরণে রাখে তাই আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী আর প্রাথমিক বিদ্যালয় ৩০০ শিক্ষার্থী তাদের অভিভাবক ও আমাদের গ্রামের মানুষ ও গ্রামের আশেপাশের মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। এর ফলে মানুষ জানবে ও স্মরণ রাখবে আজকের এই দিনটাকে।
আমরা যারা আটং এর লোকজন বিভিন্ন স্থানে নানা রকম কাজ করি তারা সবাই মিলে আটং যে কোনো উন্নয়নমূলক কাজের সাথে অংশগ্রহণ করব এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করব।