প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬
রাজনৈতিক প্রতিহিংসার শিকার বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিনকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে হাতীবান্ধা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষরেদর সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), জাতীয় সাংবাদিক ফোরাম (জিএসএফ) ও রিপোটার্স ক্লাবের সহযোগিতায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরল হক, সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সম্পাদক আসাদুজ্জামান সাজু, রিপোটার্স ক্লাবের সভাপতি আলতাব হোসাইন সুমন, শামসুজ্জামান সেলিম, সুমন খান প্রমুখ।